নতুন ক্লাবে মেসি-নেইমারের থেকে তিনগুন বেশি বেতন পাবেন রোনালদো

কাতার ফুটবল বিশ্বকাপের পরেই ক্লাব ফুটবলে নিজের নতুন দল খুঁজে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলবেন তিনি। নিজের নতুন দলের হয়ে মাঠে নামার আগেই বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সকল খেলোয়াড়দের। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময় লিওনেল মেসিকে জার্সি কাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা। ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা। লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা। নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা। ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা। জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা। টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা। অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা। লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা। দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]