শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন চালু

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন হলো। গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিনামুল্যে এই সেবা চালু হওয়ায় শেরপুর উপজেলায় আরো একধাপ এগিয়ে গেলো স্বাস্থ্যসেবার মান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচ এন্ড এফ পি ও ডাক্তার সাজিদ হাসান সিদ্দিকী এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগনের কথা চিন্তাকরে প্রত্যন্ত অঞ্চলেও সরকারি সেবা বিনামুল্যে পৌছে দিতে চান। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক অপারেশন থিয়েটার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রোগীবান্ধব ও মডেল একটি স্বাস্থ্য কমপ্লেক্সে রুপ নেবে বলে মন্তব্য করেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার।
বগুড়া জেলার এসআরএইচআরচিএসও অফিসার ডাঃ ইসরাত আরা গণির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের ডিডি ডা. হাছিবুর রহমান ভুইঁয়া, বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, বগুড়া স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজিব শাহরীন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকারসহ হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]