পাঠ্যপুস্তক না খুলেই মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো: শিক্ষামন্ত্রী

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ প্রতিনিধি: পাঠ্যপুস্তক না খুলে দেখেই সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি রিসোর্টে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আপনাদের সন্তানদের বইগুলো খুলুন। এছাড়া হাতের স্মার্টফোনের মাধ্যমে এনসিটিবি’র ওয়েব সাইটে গেলেই বই পাবেন। একটু খুলে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ভুলের ফিরিস্তি দেয়া হচ্ছে যেসব ভুল আদৌ আছে কিনা? আমি মনে করি আমি একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্যতা যাচাইকরে তারপরে সিদ্ধান্ত নেয়া।
তিনি আরো বলেন,ষষ্ঠ শ্রেণীর বইতে বয়সন্ধি নিয়ে অধ্যায় অন্তর্ভুক্ত করায় এটা নিয়েও ব্যাপক সমালোচনা করা হচ্ছে। এত ছোট বাচ্চারা এ সম্পর্কে কি বুঝবে?
আর আমরা জানি ষষ্ঠ শ্রেণীতে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তাদের প্রায় সকলেরই বয়স ১২ বছরের উপরে।প্রাকৃতিকভাবে ১০ থেকে ১১ বছরের মধ্যেই মেয়েদের বয়সন্ধি শুরু হয়। সুতরাং এ সময়ই তাদের বয়সন্ধি বিষয়ে জানাটা অত্যন্ত জরুরী। অনেকে না বুঝেই এটার সমালোচনা করছে।
এ সময় তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় আপনারাও বই খুলে দেখেননি। তারপরেও আমরা যারা বই প্রকাশের সঙ্গে যুক্ত ছিলাম কেউই ফেরেশতা নই, মানুষ মাত্রই হতে পারে। আমরা অনেক সতর্কতার সঙ্গে কাজ করেছি তারপরেও যদি কোন ভুল হয়ে থাকে তা সংশোধন করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা) বেলায়েত হোসেন তালুকদার কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ মো. ঈসমাইল, কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]