চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

১ ফেব্রুয়ারি ২০২৩, ৩:০৮:০৪

চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টা থেকে। চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। এই নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০ টি। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের নিকট এসেছে।

তন্মধ্যে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ সরকার প্রাথমিক বিদ্যালয়, রহনপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়, বহিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আলীনগর ইউনিয়নের আলীনগর মাদ্রাসায়, ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের সাঠিয়ারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামবাড়িয়া ইউনিয়নের বরগাছি উচ্চ বিদ্যালয়,নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের আপেল ও অপর স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চুর মাথল প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় ও খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত দুটি কেন্দ্রে নৌকার কর্মী সমর্থকরা আপেল প্রতিকের কর্মী সমর্থকদের মারধর করেছে।

এ বিষয়ে আপেল প্রতিকের কর্মী মোস্তাক হাসান বলেন, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের নামের স্লিপ দেয়ার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় নৌকার কর্মী মুকুল সরকার, বাইরুল ও জিয়ার নেতৃত্বে অপর অপর কর্মী সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আমাদের কর্মী আহত হয়। এক পর্যায়ে তারা আমাদেরকে মেরে তাড়িয়ে দেয়।এমনকি তারা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম। এ সংবাদ লেখা পর্যন্ত (দুপুর ১ টা) ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটারের মধ্যে ১৬৫ জন‌ ভোটার তাদের ভোটাধিকার ভোট প্রয়োগ করেছে। এছাড়া ভোলাহাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে কোথায় ১০ টি কোথায়, ১২ টি কোথায়, কোথায় ৬৫ টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।

খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ফিরোজ আলী জানান, তার কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ২৬৫০ ভোটারের মধ্যে ৩১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রের ভিতরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্ৰহন চলছে। কেন্দ্রের বাইরের পরিবেশ সম্পর্কে আমার ধারণা নেই।

সকল অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকদের তার বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি তাঁর বাড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে সাংবাদিকদের বিকেল ৪ টার পরে যোগাযোগের পরামর্শ দেন।

নৌকার প্রার্থী জিয়াউর রহমান জানান, ভোটকেন্দ্র থেকে ভোটারদের বা কোন প্রতিপক্ষ কোন প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার তথ্য সঠিক নয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও দুপুরের পর এ চিত্র পাল্টে যাবে।

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকাভেদে ১৪-১৬% ভোট পড়েছে। নিবাচনী পরিবেশে সম্পূর্ণ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। কিন্তু ভোটারদের উপস্থিতি কম। ভোটকেন্দ্রের ভোটারদের আনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, নির্বাচন কমিশনের নয়। ফোনে বা মৌখিকভাবে প্রার্থীদের অভিযোগ পাওয়ার সাথে সাথে সকল সমস্যার সমাধান করা হচ্ছে। কোথায় কোন সংঘর্ষ,কোন প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া বা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।