
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফুল বাশরী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত সিরাজুল হকের স্ত্রী।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, ফুল বাশরী বাড়িতে গরু লালন-পালন করতো। মঙ্গলবার দুপুরে গোয়াল ঘর পরিস্কার করার জন্য পানির বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে যায়। এসময় অসাবধানতায় মোটরে হাত দেয়ায় বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর