
বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণের অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহকারী পরিচালক জাফরুল হাসান জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া মোড় এলাকা থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান।
ভুক্তভোগীর স্বামী জানান, শনিবার বিকেলে তার স্ত্রী বাথরুমে গোসল করতে যায়। সে সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে অভিযুক্ত গোপনে মোবাইল ক্যামেরা দিয়ে গোসলের দৃশ্য ধারণ করে। এ সময় হঠাৎ ভেন্টিলেটরের দিকে চোখ গেলে ভুক্তভোগী চিৎকার করে ওঠে। তাৎক্ষণিক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে আটক করে। এরপর ধারণ করা ২১ ও ৭ সেকেন্ডের ভিডিও দুটি অভিযুক্তের মোবাইলের গ্যালারি থেকে উদ্ধার করে তারা।
কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বামী বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ক্যামেরা দিয়ে দৃশ্য ধারণ করার অভিযোগে মামলা করলে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে সবজি বীজ উৎপাদন খামার বিএডিসি রংপুরের উপ-পরিচালক নির্মলায় কুমার দাস বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব। ঊর্ধ্বতনরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর