
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ভোগড়া উত্তর পাড়ায় পরিত্যাক্ত জমি থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে পালিয়ে গেছে।
নিহত মো. এরশাদ (৩৬), চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে। তিনি পোশায় কসাই। স্থানীয় বাসন থানাধীণ নলজানির বশির সড়ক এলাকায় জনৈক শফিকুল হাসানের বাড়িতে স্বপরিবারে ভাড়ায় থেকে কসাইয়ের কাজ করতেন।
নিহতের স্ত্রী, শিলা বেগম জানান, তার স্বামী গতকাল সোমবার বিকেল ৫ টার দিকে বাসা থেকে বের হয়। পরে গভীর রাত পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সোমবার দিবাগত রাত ২টার দিকে খবর পান কে বা কারা তার স্বামী ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যার পরে লাশটি স্থানীয় জয়নাল আবেদীনের বসত বাড়ির পশ্চিমে পরিত্যক্ত জমির পানিতে ফেলে রেখে গেছে।
বাসন থানার (ভারপ্রাপ্ত) ওসি আবু সিদ্দিক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিম নেশাগ্রস্থ ও বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। তার সহযোগী কোন ব্যক্তিদের সঙ্গে শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর