
কুড়িগ্রামের কচাকাটায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৩টার দিকে নাগেশ্বরী উপজেলার প্রস্তাবিত কচাকাটা থানার অন্তর্গত বল্লভেরখাস ইউনিয়নে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ (৩২) ও একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান মিজান (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
তিনি জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি মো. বজলার রহমান বলেন, ৮ মে রাত থেকে ৯ মে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা সহ বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ খবর