
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষে রয়েছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জানান, এবারের এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ জন।
এবার পরীক্ষার্থীদের পাশের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন ক্যাডেটের মধ্যে ৪৬ জন জিপিএ ৫ পেয়েছে এবং ১ জন ক্যাডেট জিপিএ ৪ দশমিক ৯২ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ১ জন ক্যাডেট পরীক্ষার্থী ছিল। সেও জিপিএ ৫ পেয়েছে। জয়পুরহাট জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে জেলার শীর্ষস্থানে রয়েছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে।
২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৩টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১২টি ব্যাচের মতো ১৩ তম ব্যাচও আশাব্যঞ্জক ফলাফল অর্জনসহ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে বলে জানান, কলেজ অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
সর্বশেষ খবর