
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রোববার (২৬ নভেম্বর) বিকেলে মুঠোফনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
গত ৩০ আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যু বরণ করেন। এরপরে গত ১১ অক্টোবর এ আসনে উপ-নির্বাচনের কথা থাকলেও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন ১৫ জন। সকলের আবেদন যাচাই বাছাই করে রোববার ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নাম ঘোষণা করা হয়।
সর্বশেষ খবর