
সমাজের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ। অবকাঠামো গত যোগাযোগ,সড়ক রাস্তা ঘাট। সরকার ঢাকায় বসে আছেন সুনামগঞ্জের প্রতন্ত্য অঞ্চলে কি হচ্ছে তা পাবে কোথা থেকে,পাবে গনমাধ্যমে। কারন এই মাধ্যমটি জনগনের। জনগনকে অবহিত করার জন্য আপনারা কাজ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় যাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান অধ্যাপক এএএমএস আরেফিন সিদ্দিক।
রবিবার সকালে সুনামগঞ্জে আগমন উপলক্ষে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা কথা গুলো বলেন।
এসময় তিনি আরও বলেন,সত্য সব সময়ই নানা ভাবে আক্রান্ত হচ্ছে। জনগনকে আলোকিত করবেন,সত্যের শত্রু সব জায়গায় আছে। সত্য তথ্যই প্রকাশ করা সাংবাদিকদের কাজ। সত্যকে খোঁজ বের করতে হবে। সেই সাংবাদিক, সমাজ,পরিবেশ আমরা দেখতে চাই। আপনারাই (সাংবাদিক) সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে অনুপ্রেরণা দিতে পারেন।
সভায় সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস মিরানা,বিএফএ প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী,দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়,সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরসহ সুনামগঞ্জ প্রেসক্লাবে নেতৃবৃন্দ।
এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর