
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন (নড়াইল-লোহাগড়া) থেকে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে জাহাঙ্গীর আলম বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এদিন দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এরপরে মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, নড়াইল ২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি ছাড়াও আরো ২১ জন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
সর্বশেষ খবর