
মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাঁশতলা গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে আগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের মাঝে আজ রবিবার বিলা ৪টায় ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক সহায়তা দিলেন ইউএনও।
উল্লেখ্য, আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামের মনোয়ারা বেগম স্বামী মনু আকন মৃত্যুর পর মাথা গোজার ঠাই হিসাবে মেয়ের ঘরের দুই নাতীকে নিয়ে স্বামীর পুরনো ঘরটিতে বসবাস করতেন।
গত ২৩শে নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে অগ্নিকান্ডে স্বামীর শেষ ভিটে বাড়িটা ও পুরে ছাই হয়ে যায়। পাশে থাকা রেহেনার বেগমের ঘরটি ও খবর পেয়ে ঘটনাস্থলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। মর্মান্তিক ঘটনাটি সোস্যাল মিডিয়াও পএিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
রবিবার বিকাল ৪টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মনোয়ারাকে ১০ হাজার ও রেহেনা বেগমকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক জিএম মুসা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।আর্থিক সহযোগিতা পেয়ে খুশি
অগ্নিকান্ডেরধদদদদ ক্ষতিগ্রস্ত পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, অগ্নিকাণ্ডে পুরোপুরি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ হাজার ও আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। এছাড়াও ত্রান তহবিল থেকে ঘর তোলার জন্য টিন দেয়া হবে।
সর্বশেষ খবর