
কক্সবাজারের ৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ। চরম উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংসদীয় ৩০০টি আসনের মধ্যে কক্সবাজারে আসন রয়েছে ৪টি। এর মধ্যে ১টি আসনেই নৌকার মনোনয়ন পেয়েছেন নতুন মুখ।
তিনি হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সালাহ উদ্দিন আহমদ। বর্তমান সংসদ সদস্য জাফর আলমের পরিবর্তে তাঁকে নৌকা প্রতীকের মনোয়ন দিয়েছে দল। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে অংশ নিয়ে তিন বারই পরাজিত হন।
আগের ১১ জনের ওপরই আস্থা রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা হলেন- কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
সর্বশেষ খবর