
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ভিড় করেন সাধারণ মানুষজন। এ সময় সাকিবের পরিবারের পক্ষ থেকে উৎসুক মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাকিবের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর শহরের কেশব মোড় সাহা পাড়ার বাড়িতে ভক্ত-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সমর্থকরা নিজেদের ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাকিবের বাড়ি।
বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থক ও নেতাকর্মীরা সাকিব আল হাসানকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবং তারা সাকিবের বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সাকিবের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, মাগুরায় ২টি সংসদীয় আসন রয়েছে। মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন শ্রী বীরেন শিকদার।
সর্বশেষ খবর