
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ থেকে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক এমপি। তার এ মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক এর মনোনয়ন প্রাপ্তি ঘোষণার পরই রংপুরের বদরগঞ্জ -তারাগঞ্জ উপজেলার জনগণ বাধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।
এসময় আনন্দ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেই সঙ্গে তৃতীয় বারের মতো নৌকার মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উচ্ছাস প্রকাশ করে সাধারণ মানুষ।
এসময় তারা বলেন, আজ আমাদের মনে আশা পূরণ হয়েছে। নেত্রী আমাদের আশা পূরণ করেছেন। এবারের নির্বাচনে আবারও ডিউক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সভায় রংপুর ও রাজশাহী বিভাগের আ'লীগের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সর্বশেষ খবর