
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। রবিবার (১১ মে) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুহাম্মদ আবুল বাশার হাদি, মাওলানা মোফাজ্জল হোসেন, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা, মাওলানা আবু বকর সিদ্দিকী ও মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞাকে "জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন" হিসেবে উল্লেখ করেন এবং বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি বিভিন্ন দাবি জানান।
তবে বক্তৃতায় কিছু নেতার বক্তব্যে সহিংসতার ইঙ্গিত পাওয়া গেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এ বিষয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়ে সরকার বা নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর