
বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে সোমবার (২৭ নভেম্বর) ২০২২-২৩ অর্থ বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্দ্যেগে জীবনমান উন্নয়নে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্টী ও সম্প্রদায়ভুক্ত এবং মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীসহ ৯৮ জনের মধ্য ৭ লক্ষ ৬৬ হাজার ৫শ' টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এছাড়া ৩টি পরিবারের কর্মসংস্থানের জন্য ৩টি সেলাই মেশিন বিতরন করা হয়।
উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। আলোচনায় অংশ গ্রহন করেন, সমাজকল্যাণ পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আঃ রশিদ ,ডাঃ মনিজা।
সর্বশেষ খবর