
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজে শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে কলেজের দায়িত্বরত অধ্যক্ষ। সোমবার (২৭ নভেম্বর) স্মার্ট ফোন ব্যবহারে শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটার কথা আরোপ করে ফুলবাড়ীয়া কলেজ এর অধ্যক্ষ (চলতি দায়িত্ব) আমজাদ হোসেন স্বাক্ষরিত ২১১ নং বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সাথে বিজ্ঞপ্তিটিতে জানানো হয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনয়নের লক্ষ্যে স্মার্ট ফোন নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবেনা।
এ আদেশ অমান্য করলে স্মার্ট ফোন বাজেয়াপ্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও উল্লেখ করা হয়। এমন বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই তা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অধ্যক্ষের এমন সিদ্ধান্তকে নেটিজেনেরা সাধুবাদ জানায়।
"রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন" ফেইসবুকে ভালো সিদ্ধান্ত বলে মন্তব্য করেন, সাখাওয়াত হোসেন সাকিব নামের আরেক ফেইসবুক ব্যবহার কারি লেখেন ‘ভালো উদ্যোগ’।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, কলেজ ক্যাম্পাসে স্মার্ট ফোন ব্যবহারে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এটি উপলব্ধি করতে পেরে সভাপতি মহোদয়ের সাথে কথা বলে প্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহারের নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বাস্তবায়নে শিক্ষকদের নিয়ে টিমওয়ারি কাজ করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর