
জয়পুরহাটের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি আমানত (১৯) কে রোববার সকালে সদর উপজেলার কোমরগ্রাম দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জয়পুরহাটের কোমরগ্রাম দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় মূল আসামি কড়ই উত্তরপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. আমানত হোসেন (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, আমানত হোসেন জয়পুরহাট সদর উপজেলার ছোট হেলকুন্ডা এলাকায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ ফেব্রুয়ারি ভিকটিমের নিজ বসতবাড়িতে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ঘটনাটি পুরো জয়পুরহাট জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিমের মা রাহেলা খাতুন আমানতের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন (জয়পুরহাট সদর থানার মামলা নং-০৪, তারিখ ৩ মার্চ, ২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯/১)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর