
সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আ,লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা এই আসনের ৭ বারের সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা আ,লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।
সেই লক্ষ্যে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে তার পক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলা আ,লীগের সভাপতি কামাল উদ্দিন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কায্যালয় থেকে জয়া সেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ-দৌলা তালুকদার,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান,পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন।
এর পূর্বে সুনামগঞ্জ ২ আসনে সুরঞ্জিত সেন গুপ্তের আসনে তার স্ত্রী দলীয় মনোনয়ন চাইলেও তিনি এবার পাননি। তবে এবার আলোচিত সুরঞ্জিতের এই আসন থেকে আ,লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ(আল আমিন চৌধুরী)।
উল্লেখ,জেলার দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন থেকে সাত বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। এর পূর্বে সত্তরের নির্বাচনে প্রাদেশিক পরিষদেরও নির্বাচিত সদস্য ছিলেন তিনি। ২০১৭সালে সুরঞ্জিত সেন মারা গেলে তার স্ত্রী জয়া সেনগুপ্ত ঐ বছরে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮সালের নির্বাচনে জয়া সেন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর