
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ২৫ জন ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মাঝে চেক ও সনদ বিতরন করা হয়েছে। বুধবার সকালে শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ চেক ও সনদ বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ বছর সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় চৌহালী পশ্চিম খাসকাউলিয়া জামে মসজিদের ইমাম ও উপজেলার মডেল কেয়ার টেকার আব্দুল লতিফ পুনরায় প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে ২৫ জনকে ২ লক্ষ ৮৬ হাজার ২শত ৫০ টাকার চেক বিতরন করা হয়।
সর্বশেষ খবর