মো. আবদুল্লাহ আল অনিক, বাগাতিপাড়া (নাটোর) থেকে: নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে রুমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ উপজেলার বাটিকামারি এলাকার মহসিন আলীর স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে সকলের অজান্তে ওই গৃহবধূ ঘটনার দিন সকালে গ্যাস ট্যাবলেট খায়। পরে স্বজনরা জানতে পারলে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকালের দিকে চিকিৎসাধীন আবস্থায় তার সেখানে মৃত্যু হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ খবর