
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল কালাম আজাদ ও জিএম আব্দুস সালাম কেরু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, অঞ্জলী রানী শীল, মিলি জিয়াসমিন, সেলিনা পারভীন ও রবীন্দ্রনাথ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ—সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সর্বশেষ খবর