
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইল আসনে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) ১৪টি ইউনিয়নে প্রায় চার হাজার মোটরসাইকেলসহ নেতাকর্মীরা উপজেলার হামিদপুর বাজার থেকে দেউলাবাড়ি হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড় চত্বরে শোডাউন করে আনুষ্ঠানিক ভাবে এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় কলেজ মোড় চত্বরে হাজার হাজার নেতাকর্মীর মিলনমেলায় জনসমুদ্রে পরিণত হয়। পরে সংক্ষপ্তি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক খলিলুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইরতিজা হাসান মনোনয়ন পত্র গ্রহণ করেন।
সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান সত্যতা স্বীকার করে মুঠো ফোনে জানান, আমরা মনোনয় পত্র গ্রহন করেছি।
সর্বশেষ খবর