
নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী অপর নারীর বিরুদ্ধে। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম (৫০) ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামের মো. সোলেমানের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে নিজেদের জমির ধান কেটে নেওয়ার পর ঝরে পড়া ধান কুড়িয়ে আনতে যান আলেয়া বেগম। এ সময় প্রতিবেশী রেজিয়া বেগমের সঙ্গে তাদের হাঁসে জমিতে ঝরে পড়া ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয় আলেয়া বেগমের।
একপর্যায়ে লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন রেজিয়া। এতে মাথা থেকে রক্তক্ষরণ হয় আলেয়ার। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পলিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ খবর