
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর পক্ষে তার নেতা কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টার সময় উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিনের নিকট এই মনোনয়নপত্র কাজী জাফর উল্লাহর পক্ষে তার নেতাকর্মীদ জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলার নির্বাচন অফিসার মো. হাচেন উদ্দিন। এসময় কাজী জাফর উল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কাজী জাফর উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, উপজেলার আওয়ামীলীগের সভাপতির সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর মেয়র এএফএমডি আবু ফয়েজ রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জাকির হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন জালাল প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর