
রংপুর ১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব এ্যাড. রেজাউল করিম রাজু বলেছেন,এই অঞ্চলের মানুষের অন্যতম দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,বেকার সমস্যা নিরসন ও মাদকমুক্ত এলাকা গড়া।আর এসব প্রত্যাশা নিয়ে এই অঞ্চলের মানুষ নৌকা মার্কার প্রার্থী দাবি করে আসছিলেন।তাঁরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আসনে নৌকা মার্কা দিয়েছেন।তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ কাঙ্খিত উন্নয়নের স্বার্থে এই অঞ্চলের মানুষ এবার বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নাহিদ তামান্না এর নিকট মনোনয়ন পত্রটি দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রেজাউল করিম রাজু বলেন,অনেক ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন অব্যাহত রেখেছে। আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, এক সময়ের মঙ্গা পিড়িত গঙ্গাচড়া অর্থনৈতিক ভাবে অনেক উন্নতি লাভ করেছে।আর এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অবদান। তবে দীর্ঘ দিন ধরে জাতীয় রাজনীতির কারণে এই আসনে আ'লীগের প্রার্থী দেয়া হয় নি।তবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই এলাকার মানুষ ও নেতাকর্মীরা মহাজোটের প্রার্থীকে ভোট দিয়েছে।কিন্তু এখানকার সাংসদ সদস্য এই অঞ্চলের মানুষের কাঙ্খিত উন্নয়ন করতে পারে নি।এ কারণে জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি এই এলাকার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শেষ পর্যন্ত এই আসনে নৌকার প্রার্থী থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম রাজু বলেন, জোট কিংবা মহাজোট যে সমীকরণে হোক রংপুর ১ আসনে নৌকা মার্কার প্রার্থী থাকবে। সেই সঙ্গে শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে রংপুর ১ আসনে নৌকার বিজয় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিয়ার রহমান, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সুরাইয়া আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর