
গাজীপুর মহানগরীর পূবাইল বাস ষ্টেশন মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূবাইল টঙ্গী কালীগঞ্জ রোডের দক্ষিণ পাশে দেওয়ান মার্কেটের ৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক কোন ক্রটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।এতে ওয়াজিব রাজ এন্টারপ্রাইজ এর মালিক আলমের ১৫ লক্ষ ও বাকি ৫ দোকানের ৫ লক্ষ সহ সর্বমোট বিশ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা দোকানীদের।
স্থানীয়রা জানায়,রাতে হঠাৎ একটি দোকানের উপর ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার ফলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রবিউল ইসলাম বলেন, বুধবার রাতে পূবাইলের একটি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কালীগঞ্জ ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অধিকতর ক্ষতিগ্রস্ত আলম বলেন,আমি প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক এর কাছে সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর