
৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বৃহঃবার (৩০ নভেম্বর) আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থীসহ ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে নৌকা প্রতিকের প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মোঃ আবদুর রশীদ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাবেক মন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয়পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা জিন্নাহ তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, নৌকা, জাতীয় পার্টি, জাকের পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১টি করে এবং স্বতন্ত্র পদে ৩ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ভোট গ্রহণ ৭ জানুয়ারি। সরিষাবাড়ী আসনে ৫৯৮ টি ভোট কক্ষ, ৮৯ টি কেন্দ্র, মোট ২৮৯২৬১ ভোটার তাদের ভোট প্রদান করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৩৮৭৩, নারী ভোটার ১৪৫৩৮৭ এবং তৃতীয় লিংগের ১ জন ভোটার রয়েছে।
সর্বশেষ খবর