
বাগেরহাট- ৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা মোঃ জামিল হোসেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাছে মনোনয়ন জমা দেন। বঙ্গবন্ধু যুব সেন্টার শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দপুর্ন পরিবেশে অনুষ্ঠিত করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা রয়েছে দলীয় প্রার্থীর পাশাপাশি সতন্ত্র প্রার্থী থাকতে হবে। দলের প্রয়োজনের সিদ্ধান্ত মেনেই আমি মনোনয়ন পত্র দাখিল করেছি।
সর্বশেষ খবর