
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মকবুল হোসেন সহ মনোনয়ন ফরম জমা দিয়ে দিয়েছেন মোট ৯জন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার রেদুয়ানুল হালিমের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
এছাড়া দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার বিকেল পৌনে ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দেন। এরআগে দুপুর ২টার দিকে মনোনয়ণ পত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী মীর নাদিম মোহাম্মদ ডাবলু। অন্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রবিউল করিম, বাংলাদেশ গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী খায়রুল আলম।
এছাড়া ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিরিন সুলতানার কাছে মনোনয়ন পত্র জমা দেন জাকের পার্টি থেকে মনোনীত কামরুজ্জামান মোহাম্মদ হাদী। অন্যদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) থেকে মনোনীত প্রার্থী আবুল বাশার শেখ, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) থেকে মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান জয় চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত বেলাল মোল্লা।
তবে মনোনয়ন পত্র তুললেও আজ জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনীত আজিজুল হক তার মনোনয়ন জমা দিতে পারেননি।
সর্বশেষ খবর