
সোমবার (৫ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, একদিকে যেমন চলেছে প্রার্থী বেচাকেনা, তেমনি তাদের রাজি করাতে কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের কৌশলও। মামলা, হামলা, হুমকি কোনো কিছুই বাদ যায়নি।
কথিত দু-তিনটি রাজদল বা কুইন্স পার্টি নামকাওয়াস্তে গঠন করে বিএনপিসহ সকল জনপ্রিয় দলকে দূরে সরিয়ে তাদের নির্বাচনের পাতানো খেলার মাঠে নামানো হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে যাচ্ছেন। এই প্রহেলিকার উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায়। বাসে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি তেলেসমাতির জামিনে এক ঘণ্টায় কারামুক্ত হয়ে নৌকায় চড়ে-স্বঘোষিত হ্যাডমওয়ালা ব্যক্তি হয়ে গেলেন।
শুনলাম ২ কোটি দিয়ে প্রত্যেককে ইলেকশনে দাঁড় করানো হয়েছে! তিনিই বলেছেন, এগুলো তো ফকিন্নি পার্টি। দু-তিন কোটি টাকা পাইছে, দাঁড় করাইছে। রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের প্রতিনিয়ত শব্দ বাজি ফাটিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি এখন বলেন- ২৯টি নিবন্ধিত দল নিয়ে তারা অংশগ্রহণমূলক নির্বাচন করছেন। তাদের এই ২৯ দলের মধ্যে তিন-চারটি বাদে অন্যগুলোর নামও শোনেনি কেউ।
স্বগৃহে ইলেকশান থিয়েটারে রঙ্গনাটক মঞ্চস্থ করতে যাদের আনা হয়েছে তারা হলো আওয়ামী লীগের সঙ্গ-অনুসঙ্গ। এটা আসলে বাকশালের নতুন ভার্সন। আপডেটেড বাকশাল ২.০ ভার্সন। এই তথাকথিত বাকশাল সঙ্গীদের নিয়ে ‘সুপার-ইমপোজড’ নির্বাচনের আজব তামাশা করছেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৫ জন নেতাকর্মী গ্রেপ্তার ও ১৪টি মামলায় ১ হাজার ২৬৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর