
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “বর্তমানে রাজনৈতিক মামলাগুলো ভয়াবহ বাণিজ্যে পরিণত হয়েছে। এই দায় সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের নিতে হবে।”
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে বার আউলিয়ার মাজার ও ওরস শরীফ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং মাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সারজিস বলেন, “বর্তমানে তিন ধাপে মিথ্যা মামলার নামে টাকা আদায় করা হচ্ছে। প্রথমে সাজানো মামলা, পরে তালিকাভুক্ত আসামিদের কাছ থেকে ফোনে চাঁদা আদায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। এটি বন্ধ করতে হবে।”
তিনি মাজার ইস্যুতে বলেন, “আমার কোনো মাজার পছন্দ নয়, তাই তা ভেঙে দেব—এই মানসিকতা গ্রহণযোগ্য নয়। প্রকৃত অলিদের মাজারের প্রতি ধর্মীয় ও নৈতিক শ্রদ্ধাবোধ থাকা উচিত। তবে ধর্মকে ব্যবহার করে বাণিজ্যকে সমর্থন করা যায় না।”
সারজিস আলম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে বলেন, “তার কথাবার্তায় মাঝে মাঝে সাম্প্রদায়িক উগ্রতার ছাপ পাওয়া যায়। ভারত-পাকিস্তান যেন কখনও ধর্মীয় উস্কানিতে যুদ্ধের দিকে না যায়, সেটাই প্রত্যাশা করি।”
করিডোর ইস্যুতে সতর্কতা জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে করিডোর দিতে হলে জনগণের রায় লাগবে। জাতিসংঘ বা বিদেশি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে দেশকে অস্থিতিশীল করা যাবে না। করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না।”
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “এক-দেড় বছরের মধ্যে মৌলিক সংস্কার সম্ভব নয়। আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই, যেখানে বিচার ব্যবস্থা ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। শুধু নির্বাচন আয়োজন করলেই চলবে না।”
পরে সারজিস আলম মাজার প্রাঙ্গণে আয়োজিত ওরশ মেলা পরিদর্শন করেন, শিশুদের মধ্যে খেলনা বিতরণ করেন এবং নাগরদোলায় উঠে আনন্দ উপভোগ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর