
গাজীপুরের কালীগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ,এইচ, এম কামরুল হাসান প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
জানা গেছে, উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার ঘোষিত প্রতীক বরাদ্দ পেলেন চেয়ারম্যান পদে অ্যাড. আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম), হাবিবুর রহমান (হাবিব) (আনারস) ও আমজাদ হোসেন স্বপন (মোটরসাইকেল)। এদিকে ভাইস চেয়ারম্যান পদে আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা (তালা), এম এ সাদ্দাম হোসেন (উড়োজাহাজ), নুরুজ্জামান (মাইক), মোজাম্মেল হক (টিয়া পাখি) ও ফারুক ভূঞা (চশমা)।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাঁস), শর্মিলা রুথ রোজারিও (ফুটবল) এবং শর্মিলি দাস (কলস) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর