কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি টিনের চাল ফুটো করে বাংলাদেশের এক রান্নাঘরে এসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। গত রোববার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১ এর পাশে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রোববার রাত সাড়ে ১২ টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গোড়কমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবির একটি টিম। পরে সেখান থেকে একটি গুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন তারা।
সোমবার (১৩ মে) সকালে এই ঘটনা নিয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। ওই দিন সন্ধ্যায় একই সীমান্তে বিজিবি-বিএসএফের কর্মকর্তাদের পতাকা বৈঠক হয়।
স্থানীয়রা জানান, ধান কেটে নেয়ার পর অবশিষ্ট খড় সংগ্রহের জন্য গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন নারী নো ম্যান্স ল্যান্ডে যান। এ সময় তাদের দেখে ধাওয়া করে ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য। ধাওয়া খেয়ে তারা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্য ২০ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাইফেল উঁচিয়ে নারীদের লক্ষ্য করে রাউন্ড গুলি বর্ষণ করে চলে যায়।
বিএসএফের সেই গুলি সীমান্তঘেঁষা নুর আলম বাচ্চুর বাড়ির রান্না ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে পড়ে। এ সময় রান্নাঘরে থাকা নুর আলমের ছেলের বউ শাকিলা আক্তার গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। এসময় রান্না ঘরে থাকা শাকিলা ঘরের মেঝেতে এক রাউন্ড গুলি দেখতে পায়। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে গুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
নুর আলম বাচ্চু বলেন, ‘ছেলের বউ রান্না ঘরে ছিল। কপাল ভালো গুলিটা লাগেনি। তাহলে আজ লাশ নিয়ে কাঁদতে হত। তিনি বলেন, প্রায়ই বিএসএফরা এভাবে বাংলাদেশে ঢুকে গ্রামবাসীর উপর অত্যাচার করে। আমরা এখানকার লোকরা সবসময় আতঙ্কে থাকি।
বিজিবির ১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর আসিফ জানান, এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে শিমুলবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় ও বিএসএফের পক্ষে ভারতের ৯০ বিএসএফ ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমণ শিং নেতৃত্ব দেন। বৈঠকে সীমান্তে বিনা উসকানিতে গুলি বর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলে বিএসএফ সীমান্তের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করতে আবারও পতাকা বৈঠক করার কথা জানিয়েছে। ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর