
বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে চাল চোর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবী করেছে এলাকাবাসি। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ১৬নং খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের বিরুদ্ধে মহিলা পুরুষের অংশ গ্রহণে ঝাড়ু নিয়ে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা চেয়ারম্যানকে চাল চোর, দালালের মাধ্যমে পানির ট্যাঙ্কি বিক্রেতা ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে পদত্যাগ দাবী করে খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও এলাকাবাসি অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আব্দুল হাকিম কল্যাণ ট্রাস্টের সামনে পথ সভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন, খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ফকির, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল হক, যুবলীগ নেতা ওয়াদুত হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর