
সোনাগাজীতে শ্বশুর বাড়িতে ডেকে এনে স্বপন নামে এক জামাইকে শালা সম্বন্ধির নেতৃত্বে বেদম মারধর করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মঙ্গলকান্দি হাইস্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত জীবন, তারেক, সঞ্চল, জুয়েল সহ ১০/১২ জনের নামে সোনাগাজী মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। নির্যাতনের শিকার জামাই স্বপন জানান, আমার স্ত্রী নুসরাত আক্তার তানিয়া মোবাইলে বিভিন্ন লোকের সাথে কথা বলে এবং চ্যাটিং করে। আমি বাধা দিলে গালিগালাজ করে ও হুমকি দেয়। ঘটনার দিন
আমার স্ত্রী বাপের বাড়ীতে ছিলো। শনিবার বিকালে আমার স্ত্রী তানিয়া ও শালা চল ফোন করে আমাকে দাওয়াত দেয়। আমি সরল বিশ্বাসে শ্বশুর বাড়ীতে গেলে আমাকে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে। মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন ঘটনা জেনে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, আমি এই ঘটনার বিচার চাই।
মামলার তদন্তকারী অফিসার সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, ঘটনা তদন্ত চলছে। ওসি স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর