
কয়েক দফায় পদযাত্রা, কর্মসূচি, সংবাদ সম্মেলন শেষে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন ৪৩ বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থীরা। এসময় তারা অবিলম্বে বাদ পড়াদের গেজেটভুক্তি এবং ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবি জানান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে থেকে ওই আমরণ অনশন শুরু হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের অনশন চলছিল। অনশনে বসাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হচ্ছে, এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা; হয় গেজেট না হয় মৃত্যু।
অনশনের বসা কয়েকজন হলেন- ফয়সাল চোকদার, সমরজীৎ চক্রবর্তী, মতিউর রহমান, হান্নান সরকার, দেবাশীষ ঘোষ, মাহমুদুল হাসান ও মাসুমা আক্তার।
সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মাসুমা আক্তার বলেন, আমাদের এ অনশন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এতে আরো অনেকে যোগ দেবে। এর মধ্যে কয়েকজন আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন। গেজেটভুক্ত করে এবং ভেরিফিকেশন নীতি প্রণয়ন করে নোটিশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।
ট্যাক্স ক্যাডারে সুপারিশ পাওয়া রাগীব হাসান বলেন, ২৪ এর যে বিপ্লব আমরা আশা করেছিলাম, এই ধরনের হয়রানিগুলো বন্ধ হবে কিন্তু তারপরেও আবার সেই ঘটনাগুলোই ঘটছে। আমার বাবা ১৯তম বিসিএসের কর্মকর্তা, তিনি একজন সৎ মানুষ। শুধু বাবা নয় পরিবারের সবাই সরকারি চাকরি করে, কেউ রাজনীতির ধারের কাছে নেই। এখন আমি কেন বাদ পড়েছি, সেটা আমি জানি না। আমার বাবার আর চাকরি আর ৩ বছর আছে, এখন পরিবারের দায়িত্ব নেওয়ার কথা সেটা তো আর পারছি না। তাই আমরা অনশনে বসেছি হয় গেজেট না হয় মৃত্যু।
প্রসঙ্গত, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন।
ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর