
সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস সময়সূচি না মানার অভিযোগ উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সারের বিরুদ্ধে। সেবা প্রত্যাশীদের এমন অভিযোগে শোকজ করা হয়েছে তাকে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার পরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলার বিষয়ে গত ৬ জুন (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল।’
কিন্তু আগেও সময় মতো অফিসে না আসা এবং অফিসে না এসেই ফিল্ডে যাওয়ার কথা বলে অফিস ফাঁকি দিতেন সুমি কায়সার। নতুন নির্দেশনাও মানছেন না তিনি। এতে দূরদূরান্ত থেকে আসা গর্ভবতী নারী কিংবা অন্যান্য সেবা প্রত্যাশীদের ফিরে যেতে হতো সেবা না পেয়েই।
এতে হয়রানির শিকার হতেন তারা। সুমি কায়সারের দেরিতে অফিসে আসা এবং মুভমেন্ট রেজিস্ট্রার স্বাক্ষর না করেই ফিল্ডে যাওয়া নিয়ে গতকাল এক সেবা প্রত্যাশীর লাইভ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
অপর এক সেবা প্রত্যাশী ওই কর্মকর্তার ছবি আপলোড করে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, জেলা প্রশাসক গাইবান্ধা মহোদয়সহ সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন করছি।'
তিনি আরও লিখেন, 'গত ২৪ জুন ২০২৪ থেকে আজ ৩০ জুন পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সুমি কায়ছার- অফিসে উপস্থিতি ২৪ জুন অফিসে ১০টা ৫২ মিনিট পর্যন্ত উপস্থিত হয় নাই ২৫ জুন ১০ টা ৩২ মিনিটে, ২৬, জুন ১০ টা ৪৮ মিনিট, ২৭ জুন ১০ টা ১৬ মিনিট, ৩০ জুন ১২ টা পার হয়ে গেলেও অফিসে উপস্থিত হয় নাই।'
তবে এ বিষয় মহিলা বিষয়ক কর্মকর্তা কে বলা হলে তিনি বলে আমার মাঠে কাজ ছিল।যদিও আমার জানা মতে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে তার পর যেতে হয়।(ভুল বললাম নাকি) (কমেন্ট)।
অফিসে বিলম্বে আসার বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সার বলেন, বৃষ্টি ছিল বলে দেরি হয়েছে। কোথায় যাই- সেটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জানেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, প্রায়ই অফিস দেরি করে আসার অভিযোগে মহিলা বিষয়ক কর্মকর্তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর