
নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ নেতা বর্তমান গাড়াগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাহাদুরের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গাড়াগ্রাম ইউনিয়নবাসী। ইউনিয়নবাসী সোমবার (১২ মে) বেলা সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী জলঢাকা-রংপুর মহাসড়কের উপরে বিক্ষোভ ও মানববন্ধন করে ।
বেলা সাড়ে তিনটার দিকে গাড়াগ্রাম বাজার থেকে পাহাড়ি পেট্রোল পাম্পের সামনে গিয়ে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে ইউনিয়নের নারী-পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাস্তার দু’দিকে দাঁড়ায়।
স্লোগান দিতে থাকে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসর বাহাদুর কীভাবে প্যানেল চেয়ারম্যান হয়ে থাকতে পারে প্রশাসন জবাব চাই, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ নেতা বর্তমান গাড়াগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাহাদুরের অপসারণ ও গ্রেফতার চাই। এছাড়াও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গাড়াগ্রাম ইউনিয়নে দুর্নীতির ঠাঁই নাই, দুর্নীতিবাজ যুবলীগ নেতা প্যানেল চেয়ারম্যান বাহাদুরের অপসারণ চাই’। গাড়াগ্রাম ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনটি প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, গাড়াগ্রাম বিএনপির সভাপতি ও গাড়াগ্রাম ইউপি সদস্য শহিদুল ইসলাম, গাড়াগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, গাড়াগ্রাম যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য রাজেকুল ইসলাম রাজু, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি লাভলু হোসেন লাভলু, সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, গাড়াগ্রাম যুব অধিকার পরিষদের সাজু প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ নেতা ও গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাদুরকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবী করেন প্রশাসনের কাছে। সেই সাথে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান। ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ নেতা ও গাড়াগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান বাহাদুরকে অবিলম্বে অপসারণ ও গ্রেফতার করা না হলে ইউনিয়বাসী বৃহত্তর প্রোগ্রাম হাতে নিবে বলেও হুঁশিয়ারি দেয় বক্তারা।
পরে মানববন্ধনে অবস্থান নেয়া স্থান হতে একটি বিক্ষোভ গাড়াগ্রাম হাট প্রদক্ষিণ করে। এসময় বাহাদুরের অপসারণ ও গ্রেফতারের দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় গাড়াগ্রাম বাজার।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাদুর গাড়াগ্রাম ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে আছেন। গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব আলী বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে অপসারণ হলে বাহাদুর প্যানেল চেয়ারম্যান হন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর