
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। তফসীল ঘোষণার পর থেকেই চলছে নির্বাচনী কার্যক্রম, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বৃহস্পতিবার।
শুক্রবার (৫ জুলাই) মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে ৪ জন প্রার্থী বৈধতা পেয়েছেন একজন ঋণ খেলাফির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন মাছপাড়া উপ- নির্বাচনের রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) সাইফুদ্দীন।
বৈধ প্রার্থীরা হলেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুজা উদ্দিন মৃধা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছরোয়ার হোসেন।
ঋণ খেলাফির দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের ছেলে সাবেক ছাত্র নেতা মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র তবে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রস্তাবকারী সমর্থন কারীদের উপস্থিতিতে মনোয়ন পত্র যাচাই বাছাই করেন মাছপাড়া উপ- নির্বাচনের রিটার্নিং অফিসার ও পাংশা উপজেলা নির্বাচন অফিসার (অঃ দাঃ) সাইফুদ্দীন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৭ শে জুলাই ভোটগ্রহণ। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র ৫ জুলাই যাচাই বাছাই, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১১ জুলাই প্রতীক বরাদ্দ।
স্থানীয়রা বলছেন অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ একটা ভোট মাছপাড়াতে হবে। মানুষের মধ্যে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে, চায়ের দোকানে নির্বাচনী ঝড় বইতে শুরু করেছে ইতি মধ্যে। মাছপাড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮ শত জন। ইভিএম পদ্ধতিতে মাছপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে।
খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ায় পদটি শূন্য হয়। তিনি পাংশা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর