
গাইবান্ধা পুরো শহরকে দেড়ঘণ্টা দখলে নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে গেছে আন্দোলনকারীরা। তারা শহরের বিভিন্ন সড়ক ও রেলললাইনে থেকে কিছুক্ষণ পর পর পুলিশের সঙ্গে ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়াচ্ছেন।
বুধবার (১৭ জুলাই) দুপুরের আগে শহরের ডিবি রোড থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
তবে, এই সংঘর্ষের মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে এসে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে তাদের সাথেও কোটা সংস্কারকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ-ছাত্রলীগ কোটা আন্দলোরকারীদের ধাওয়া দিলে তারা রেলস্টেশন ও শহরের বিভিন্ন মার্কেট ও স্থাপনায় ঢুকে পড়ে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন, আন্দোলনের এক পর্যায়ে তারা সাধারণ মানুষ ও পুলিশের ওপর ইট পাথর ছুড়ে হামলা করার চেষ্টা করে। দোকানপাটে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ছোড়া হয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর