
গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশন, ঢাকায় এশিয়ান টেলিভিশন, সাভারে একাত্তুর টেলিভিশনের সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (১৮ মে) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকুরি নিশ্চয়তা বেতন ভাতা সহ ১৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। ২০ মে সারাদেশের কলম বিরতী কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের রকি হোসেনসহ ১১ সাংবাদিকদের ওপর হামলা, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে এশিয়ান টিভি’র স্টাফ রির্পোটার মেহেদী হাসান কবির, সাভারে একাত্তর টিভি’র সাংবাদিক, কুমিল্লায় সময় টেলিভিশনের বাহার উদ্দিন রায়হানকে ছুরিকাঘাতের জড়িতের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়াও পাবনায় এটিএন বাংলার মোবারক বিশ্বাস, নীলফামারীর কিশোরগঞ্জের আওলাদ হোসেন আজাদ,সাংবাদিক ফরিদ মোস্তফা, চট্টগ্রামের ২৬জন সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ সকল সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে বোরহান উদ্দিনে আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এইচএম এরশাদকে জবাই করে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু,অর্থ সম্পাদক শামীম আলভী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ,শামীম আনোয়ার প্রমুখ। সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন,সাংবাদিক স্বপন ভদ্র, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিষ্পত্তি ও সারাদেশে সাংবাদিকদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হামলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আরমান/সাএ
সর্বশেষ খবর