রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে এ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে স্থানীয়দের মধ্যে উত্তেজনা লক্ষ করা যাচ্ছে।
বুধবার (১৭ জুলাই) রাত ১১ টার দিকে চেয়ারম্যান প্রার্থী সুজাউদ্দিন মৃধা (মটর সাকেল) প্রতীকের কর্মী নির্বাচনী ক্যাম্পে যাওয়ার অপরাধে ঘর থেকে ডেকে নিয়ে খন্দকার তাজবীর হাসান সিসিল (আনারস) প্রতীকের প্রার্থীর লোকজন মারধর করেছে বলে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন মটর সাইকেলের কর্মী মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের সের আলীর ছেলে হেলাল সর্দার বলেন-রাতে আমি ঘরে শুয়ে ছিলাম এসময় আমাকে ডেকে নিয়ে আমার মাথায় আঘাত করেছে আমার সারা শরীরে লোহার রড হাতুরি দিয়ে পিটিয়ে জখম করেছে আমার অপরাধ আমি সুরুজ মৃধার নির্বাচনী ক্যাম্পে গিয়ে চা খেয়েছি আমি বলেছিলাম আমাকে মারিস না আমি তোদের ভোট দিব তবু ছাড়েনি তারা। কারা মারধর করল এমন প্রশ্নে হেলাল বলেন আনারসের কর্মী মিলন, নিশান, মোস্তফা,শাকিলসহ ১০/১২ জন আমাকে মারধর করেছে।
এ ঘটনায় আহত হেলালের চাচাতো ভাই আব্দুল বাদী হয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাছপাড়া ইউনিয়নের বীট অফিসার এস আই মোজাম্মেল হোসেন বলেন এ ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম,মামলা হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর