
আপিল বিভাগের রায় অনুযায়ী কোটার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন ইস্যুতে বিস্তারিত কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন করেছে। তাদের দাবি মেনে নিয়েছে সরকার। তাদের এখন উচিৎ পড়ার টেবিলে ফিরে যাওয়া। পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা সব কিছু করবে সরকার। যদিও কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
ভবিষ্যতে আপিল বিভাগের এ রায়ের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছে তার দাঁড়ি, কমা পর্যন্ত পরিবর্তন করেনি সরকার।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে যেসব সহিংসতা হয়েছে সেসব মামলায় সাধারণ ছাত্রদের জড়ানো হলে সরকার সে বিষয় বিবেচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
আন্দোলনে কতজন শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন তার কোনো সঠিক তথ্য সরকারের কাছে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সব শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া বিভিন্ন জায়গা থেকে তথ্য, অপতথ্য আসছে। সবগুলো সঠিকভাবে বিশ্লেষণ এ মূহূর্তে করা সম্ভব হচ্ছে না। শিক্ষা-প্রতিষ্ঠান খোলার পর তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করে বিস্তারিত জানানো হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর