
শেখ হাসিনা পতন হওয়াতে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বাধীনতা মিছিল করেছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মেইন গেট থেকে বিজয় মিছিল করতে করতে শহরের কোর্ট মোড় ঘুরে চুয়াডাঙ্গা বড়বাজার শহিদ হাসান চত্বরে এসে শেষ হয় এই বিজয় মিছিল। স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ছাত্রজনতার মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে এই মিছিল করেন আন্দোলনকারীরা।
বিজয় আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, হৈহৈ, রৈরৈ রৈরৈ শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা খুনি। শেখ হাসিনার জেল দেখতে চাই। যে সকল ছাত্র জনতাকে পুলিশ গুলি করেছে। ওই সব পুলিশ সদস্যদের বিচার চাই। বাংলাদেশ আবার নতুন রুপে আবার স্বাধীনতা অর্জন করেছে। দেশের কোনো কলেজ ও বিশ^বিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। পড়াশোনার আলো চারদিকে ছড়িয়ে দেয়ার কাজ সাধারণ শিক্ষার্থীদের। আমরা সদ্য মুক্ত একটা স্বাধীনতা দেশ পেয়েছি। এই দেশে যারা এখন লুট অরাজকতা করছে এদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এরা কারা এরা কেন এই সব অপ কর্মকাণ্ড করছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের চিহ্নিত করবে ছাত্র জনতা। এই ছাত্র সমাজ লুট তরাজ করে নাই। এই যারা লুট তরাজ করছেন তারা সাবধান হয়ে যান। এই দেশ একটা অসম্প্রদায়িক বন্ধন তৈরি হয়েছে। এই দেশ টা যারা নষ্ট করতে চাই তাদের কে চিহ্নিত করেন। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের ধ্বংস করে দেবে। আমাদের এই আন্দোলনে করার আগে বিভিন্ন জায়গা থেকে হুমকি এসেছে। তাও আমরা দমে যায়নি। তাই আমরা স্বাধীনতা পেয়েছি। প্রত্যেকটা অপরাধের বিচারের চাই। আমরা ছাত্ররা যেমন স্বাধীনতা অর্জন করেছি। ঠিক তেমনি রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রস্তত।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান সমন্বায়ক আসলাম অর্ক, মাহি, রনি বিশ্বাস, সাফফাত রহমান, প্রমুখ। এছাড়া গণমাধ্যমকর্মী মেহেরাব্বিন সানভি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর