
ময়মনসিংহ জেলার ভালুকায় ছাত্রদলের দুই নেতা মোঃ বিজয় মন্ডল (২৪) ও মোঃ শাহীন মন্ডল (২৫)-এর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন।
বিজয় মন্ডল কাচিনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং শাহীন মন্ডল একই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক।
মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাটাজোর গ্রামে বিজয়ের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি ছুরি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, দুটি বিদেশি মদের বোতল ও তিনটি গাঁজা সেবনের কলকি জব্দ করা হয়। অভিযানের সময় বিজয় ও শাহীন পালিয়ে যান।
ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, জব্দকৃত আলামত থানায় জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনের ১৯৭৮ (সংশোধনী ২০০২)-এর ১৯ (এফ) ধারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ২১/২৫ ধারায় মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিজয় ও শাহীন দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
অভিযোগ অস্বীকার করে শাহীন মন্ডল বলেন, তিনি আলামত উদ্ধারের বিষয়ে অবগত নন। বিজয় মন্ডল জানান, কুড়াল ও চাকু তার মা রেখেছিলেন, বাকিগুলোর বিষয়ে তিনি কিছু জানেন না।
ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি জানান, বিষয়টি তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিজয়ের পদ স্থগিত করা হয়েছিল, যা প্রায় ১০ মাস পর পুনর্বহাল করা হয়।
ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর