
চুয়াডাঙ্গা সড়ক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ছাত্ররা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচলে সহযোগিতা করে।
ছাত্রদের এ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বিএনসিসি, স্কাউট, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা। সকাল থেকে ছাত্ররা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর, কোর্ট চত্বর, একাডেমি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। এ সময় ছাত্ররা সাধারণ মানুষের চলাচলে রাস্তা পারাপারে সাহায্য করে। শহরের বিভিন্ন গাড়ি চলাচলে যানজট নিরসনে কাজ করে। এছাড়া সড়কে চলার পথে পথচারী ও গাড়ি চালকরা অসুস্থ হয়ে পড়লে সেজন্য ছাত্ররা ঠান্ডা কোমল পানি, বিস্কুট ও বিভিন্ন রকমের পুষ্টিকর ফলের আয়োজন করেন চলাচলকারিদের জন্য।
এসময় কথা হয় সাধারণ ছাত্র নাঈম হাসান বলেন, ভাল সব কাজে ছাত্ররা পাশে থেকে দেশটাকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতা করবে। আর কোনো সংঘাত চাই না। চাই শান্তি রক্ষা। এবার দেশটাকে নতুনভাবে সাজাবে সাধারণ ছাত্ররা। আর এখন শহরের পুলিশ না থাকাতে আমরা ছাত্ররা মিলে ও অন্যান্যরা সহ সবাই মিলে শহরের শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছি। শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর