
বরগুনার তালতলীতে ডাকাতি করে পালাতে গিয়ে ছাত্র জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় অনন্য ডাকাতরা পালিয়ে যায়। আটক কৃত ডাকাতরা হলো বরগুনা ক্রোপ স্লুইস এলাকার নির্মল এর পুত্র নও মুসলিম সজল ওরফে সোহাগ, অন্যজন ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মৃত্যু আমির খান এর পুত্র মনির খান (৩৩)।
শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকায় প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা নগদ ৩লাখ ৭০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী রুবেলের স্ত্রী ফাতিমা বেগম, ও তার ভাগ্নি আখি আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা আনসার সদস্যদের মাধ্যমে আটককৃত ডাকাতদের কোর্টেছ করতে করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর